Soil Test এর N ভ্যালু দেখে জানা যাবে ভারবহন ক্ষমতাঃ
৬৩.৫ কেজি hammer দ্বারা ৩০ ইঞ্চি উপর থেকে drill rod এর উপর আঘাত করতে হয়। পাইপটি ১৮ ইঞ্চি করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয় এবং এই ১৮ ইঞ্চিকে ৩ ভাগে ভাগ করাহয়(৬"+৬"+৬"=১৮")। ১৮ ইঞ্চি প্রবেশ করানোর জন্য hammer এর আঘাতের সংখ্যা count করতে হয়। সেখান থেকে প্রথম ৬ ইঞ্চির জন্য আঘাতের সংখ্যা বাদ দিয়ে পরের ১২ ইঞ্চির আঘাতের সংখ্যা যোগ করতে হবে। এই যোগফল ই হলো N-Value.
যেমন_ ৬"+৬"+৬" এর জন্য আঘাতের সংখ্যা পাওয়া গেলো যথাক্রমে ২+৪+৭, সুতরাং N-Value হবে ১১। (৪+৭=১১)।
কতটুকু জমির জন্য কতটি বোরহোল ঃ
৩ থেকে ৫ কাঠা পর্যন্ত = ৫ টি।
৫ থেকে ১০ কাঠা পর্যন্ত = ৮ টি।
সয়েল টেস্টের এর পদ্ধতি সমূহ-
১) পরিদর্শন (Inspection)
২) গর্ত পরীক্ষঅ বা ওপেন প্রায়াল পিট (Test Pit)
৩) শলাকা পদ্ধতি (Probing)
৪) ছিদ্র পরীক্ষা (Boring)
ক) আগর বোরিং (Auger boring)
খ) ওয়াশ বোরিং (Wash boring)
গ) পারকুশন বোরিং (Percussion boring)
ঘ) কোর ড্রিলিং (Core Drilling)
ঙ) টেষ্ট সিলিন্ডার (Test Cylinder)
৫। জিও ফিজিক্যাল পদ্ধতি (Geo Physical method)
ক) সিসমিক রিফ্রাকশন (Seismic refraction)
খ) ইলেকট্রক্যাল (Electrical resistivity method)
৬ । সাব সারফেস সাইন্ডিং (Sub surface sounding)